আত্মাহুতি। মানে নিজেকে খুন করা। এই নিজেকে কথাটার আমার কাছে অনেকগুলো জটিল ব্যাখ্যা আছে। নিজের ব্যাপারটা অনেকরকম হয়। সেক্ষেত্রে আত্মাহুতি শব্দটার প্রায়োগিক ব্যাখ্যা অনেকরকম। নিজের প্রাণ করে দেয়াটা একধরণের আত্মাহুতি হতে পারে। এক্ষেত্রে একটা অর্থ দাড়াচ্ছে, নিজেকে সবার কাছে প্রকাশ করে দেয়। যতদিন আপনি বেচে থাকবে, ততদিন আপনার...