জাতী হিসেবে আমাদের ইমোশন বেশী সেটা জানা কথাই। কিন্তু জটিল সিদ্ধান্তের ক্ষেত্রে যখন যুক্তি ছাপিয়ে ইমোশনকেই আগে নিয়ে যাওয়া হয় সেটা আমাদের লুকিয়ে রাখা মূর্খ চরিত্রটাকে প্রকাশ্যে নিয়ে আসে। তার নিজের অজান্তেই তুলে ধরি আমরা কতটা নির্বোধ ও হিপোক্রেট! রাশিয়ার ইউক্রেন হামলার জাতিসংঘের নিন্দা প্রস্তাবে বাংলাদেশ কোনো ভোট দেয়নি।বাংলাদেশ কোন...