বিচার চাওয়ার পরিবর্তে ফাঁসির দাবীর ফল ভালো হয়নি, হয়না
যদিও টাঙ্গাইলেই ২০১৮ তে ৪ জন, ২০২০ এ ৫জন ও ২০২২ এ ৩ জনকে ধর্ষণ বা ধর্ষণের পর খুনের দায়ে ফাঁসির সাজা শোনানো হয়েছিল।
২। ২০১৯ এ সড়ক নিরাপত্তা আইন করার আগের মোটরযান আইনে দুর্ঘটনায় আহত বা নিহত উভয় ক্ষেত্রেই ৩ বছরের জেল শাস্তি ছিলো। এতে অনেক ড্রাইভার দুর্ঘটনার পর আহত ব্যক্তিতে নিহতে পরিণত করতে চাইতো, কারণ আহত করা বা হত্যা, দুটার শাস্তি একই হচ্ছে।
মূল আলোচনা হতে হবে, কিভাবে, কোন কোন ব্যবস্থা নিলে এই অপরাধগুলো কমানো যায়। শুধুমাত্র ঘাতকে শাস্তি দিয়েও যে খুব উপকার হচ্ছে, তাতো না।
৫। ধর্ষণের ইস্যু সামনে আসলে, আমাদের আরো একটা চরিত্র সামনে আসে, তা হলো হারকিউলিস। ২০১৮ নির্বাচনের পর বেশকিছু আলোচিত ধর্ষণ ঘটনা সামনে আসে। তারপরেই ১৭ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী এই দুই সপ্তাহের মধ্যে তিনটি খুন হয়, যেগুলোর গলায় ঝোলানো পেপারে সে ধর্ষক ও এজন্য খুন হয়েছে - এমনটা লেখা থাকে। যদিও ধর্ষণের স্বীকার হয়েছে বলে যারা দাবী করেছিলো, সেটা ডাক্তার প্রমাণ পায়নি। মোটামুটি অস্পষ্টতার মধ্যেই অভিযুক্তদেরকে মেরে ফেলা হয়। এবং শেষ দুজনকে কারা অপহরণ করেছে এ নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী একটি প্রতিবেদনে জানা যায় অপহরণে ব্যবহৃত গাড়ী ও টেকনোলজির সাথে রাষ্ট্রীয় একটি বাহিনীর ঢাকাস্থ সদর দপ্তরের সংশ্লিষ্টতা রয়েছে। এই হারকিউসের কাজ তখন জনগণ ব্যাপকভাবে স্বাগত জানায়।
চলমান ইস্যুতেও অনেককে হারকিউলিসের জন্য আকাঙ্খা প্রকাশ করতে দেখা গেছে। কারণ, অজানা কারণেই এ অঞ্চলের মানুষজন সারাক্ষণ ক্ষিপ্ত হয়ে থাকে।
৬। সবাই যদি রাস্তায় নেমে গিয়ে বিচারের চেয়ে ফাঁসির দাবী বেশী জানায়, তাহলে সেটা বিচারকে প্রভাবিত করে। যেমনটা হয়েছিল ২০১৩ গণজাগরণ মঞ্চ, ২০১৭ সালে তারেক মাসুদ দুর্ঘটনা মামলায়।
এক্ষেত্রে সরকার প্রভাবশালীদের ছাড় দেয়ার উদাহরনও আছে। জনরোষ থাকার পরেও বসুন্ধরা গ্রুপের আনভীরকে মুনিয়া হত্যা মামলার অভিযোগ থেকে বাদ দেয়া হয়। সত্যতা আমরা বলতে পারবো না, কিন্তু এতে পরোক্ষভাবে যে আনভীর জড়িত আছে, সেটা ঘটনা প্রবাহ থেকেই বোঝা যায়। তবুও তাকে ছাড় দেয়াটা আইনের প্রতি উপহাস স্বরূপ।
0 comments